আলমডাঙ্গা আঠারখাদার আদমব্যাপারী রহমতের খপ্পরে পড়ে দিশেহারা বেলগাছির রোকন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের আদমব্যাপারী রহমতের খপ্পরে পড়ে ভাগ্য ফেরাতে বিদেশ পাড়ি জমিয়ে ঘোর বিপদে পড়েছেন বেলগাছির রোকন মালিথা। রোকন মালিথাকে লিবিয়ায় পাঠানোর নামে ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সুদানসহ বিভিন্ন দেশে আটকে রেখে দফায় দফায় তার পরিবারের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে আদমব্যাপারী রহমতের বিরুদ্ধে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের আদমব্যাপারী রহমত আলীর প্রলোভনে পড়ে আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মৃত আকমান মণ্ডেলের ছেলে রোকন ভাগ্য ফেরাতে বিদেশ যেতে মনস্থ করেন। রহমত তাকে ৩ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে লিবিয়ায় পাঠাতে রাজি হয়। আদমব্যাপারীকে সমস্ত টাকা পরিশোধ করে গত ৪/৫ মাস আগে তিনি লিবিয়ার উদ্দেশে পাড়ি জমান। এখনও পর্যন্ত তিনি লিবিয়ায় পৌঁছুতে পারেননি। তাকে আদমব্যাপারী রহমত গং সুদানসহ বিভিন্ন স্থানে আটকে রেখে কয়েক দফায় রোকনের পরিবারের নিকট থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। অতিরিক্ত টাকা দেয়া সত্ত্বেও এখনও তাকে লিবিয়ায় পাঠানো হয়নি। তাকে কোথায় এবং কী অবস্থায় রাখা হয়েছে তাও পরিবারের লোকজন জানে না। রোকন আদৌ বেঁচে আছে কি-না তা নিয়েও সন্দেহ পোষণ করছেন গ্রামের অনেকেই। এমন অবস্থায়ও নতুন করে ১ লাখ টাকা দাবি করেছে দালাল রহমত আলী। টাকা দিলে সে লিবিয়ায় চলে যেতে পারবে বলে জানিয়েছে দালাল রহমত। দালালের এ নতুন চাহিদা পূরণের নূন্যতম সক্ষমতাও নেই বর্তমানে পরিবারটির। ফলে পরিবারটি এখন উৎকণ্ঠা ও আশঙ্কায় দিন অতিবাহিত করছে।