বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন : বেগম খালেদা জিয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপি গতকাল মঙ্গলবার দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। চুয়াডাঙ্গা জেলা সদরে বিএনপি গতকাল দুপুরে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করলেও তা পুলিশি বাধার মুখে পড়ে। পরে অবশ্য সংক্ষিপ্ত আকারে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা করা হয়। এছাড়া মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দু পক্ষসহ বিভিন্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, অবিলম্বে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আর হিংসা-বিদ্বেষ নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, আসুন উন্নয়ন, উৎপাদন ও দেশ গড়ার রাজনীতি করি। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি। জাতীয় ঐক্য গড়ে তুলি। আপনাদের অভয় দিচ্ছি, যে আচরণ আমাদের সাথে করেছেন সে আচরণ আপনাদের সাথে করবো না। নির্ভয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। সেই নির্বাচনে বিজয়ী দল রাষ্ট্র পরিচালনা করুক। এ দেশের জনগণ পরিবর্তন চায়। আমরাও পরিবর্তন চাই। সেই পরিবর্তন অন্য কোনো পন্থায় নয়। নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন হোক সেটাই আমরা চাই। যে নামেই ডাকা হোক না কেন, তা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। প্রতিষ্ঠাবার্ষিকীতে এটিই আমাদের দাবি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই দলের নেতাকর্মী শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিস্থলে সমবেত হন। সোয়া ১১টার দিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আসার পর মাজারে নিজের ও দলের পক্ষ থেকে ফুল দিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংক্ষিপ্ত মোনাজাতের পর খালেদা জিয়া বাসার উদ্দেশে রওনা হন। এরপর দীর্ঘ সময় বৃষ্টির মধ্যেই ভিজে দলের নেতাকর্মীরা সেখানে ছিলেন। বেগম খালেদা জিয়ার সাথে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ, গয়েশ্বর রায়, শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এনাম আহমদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আনোয়ার হোসাইন, হুমায়ুন ইসলাম খান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মামুনুর রশিদ মামুন প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দু গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গায় বিএনপির দু গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
গতকাল বিকেল ৫টায় হাইরোডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাজি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সিদ্দিকী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক কামরুজ্জামান বকুল, আব্দুল মালেক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আজিবার চেয়ারম্যান, মানুয়ার হোসেন, সেরেকুল, হারুন-অর-রশিদ, কাউন্সিলর নাসির উদ্দিন, আইনানুল হক, রহিদুল, ইসলাম, ফরহাদ, লালচান, ওহিদুল ইসলাম, মিন্টু, রাজাবুল, বিল্পব, ওয়াদুদ, মতিয়ার, শরিফুল ইসলাম, নূর হোসেন, মিজানুর রহমান, বিল্লাল হোসেন প্রমুখ।
অন্যদিকে একই সময় বিএনপির অন্য গ্রুপ হাজিমোড়স্থ দলীয় কার্যালায়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাইনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হক। আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিনুল ইসলাম, আলি হোসেন, আমজাদ, বিল্লাল হোসেন, আক্তারুজ্জামান হাবলু, পৌর বিএনপি নেতা রেজাউল ইসলাম, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর কবির মুকুল, শওকত খান, ওহিদুল ইসলাম বাবু, ফারুক হোসেন, গোলাম হোসেন, চমক, ঠাণ্ডু প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ছাত্রদলের উদ্যোগে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান মিল্টনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ওয়ার্ড সভাপতি আব্দুল গফুর দলু, বিএনপি নেতা রবিউল মাস্টার, হায়দার আলী, যুবদল নেতা একরামুল মেম্বার, রফিকুল ইসলাম, ছাত্রনেতা আরিফুল ইসলাম, ইজাজুল হক, সাইদুর রহমান ডলার, আফজালুর রহমান সবুজ, রানা, সুজনসহ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জীবননগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালপাড়া এলাকায় যুবদল ও ছাত্রদলের আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর নূর নবী, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সীমান্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদর উদ্দীন বাদল। উপস্থিত ছিলেন যুবদল নেতা কামরুল ইসলাম, ময়েন উদ্দীন ময়েন, আরিফুজ্জামান আরিফ, আব্দুল আলিম, সরোয়ার হোসেন, আবু তালেব, নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রুপ মিয়া, আলী হোসেন, মিনাজুল, ইদবারী, ইক্তা, আলতাব হোসেন, আজমত আলী, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আনোয়ার, বাবু, রাসেল, আনোয়ার হোসেন, তুষার, রব্বানী, নাজমুল, বিপ্লব, রাজীব, ইয়ামিন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপি এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক মাস্টার, সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আহমেদ, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ রুমা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইনসু, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন ইউনিট প্রধানগণ।
জেলা বিএনপির সব ইউনিটের কমিটি পুনরায় গঠনের মধ্যদিয়ে বিএনপির পরবর্তী আন্দোলন সংগ্রাম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এদিকে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে মেহেরপুর জেলা বিএনপির অপরাংশ। এ উপলক্ষে বেলা এগারোটার দিকে শহরের শাহাজিপাড়ায় জেলা বিএনপির কার্ষালয়ে আলোচনাসভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছার-উল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইসলাম আলী মাস্টার। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলে আহ্বায়ক জহুরুল ইসলাম বড় বাবু, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ, ছাত্রনেতা রনি, সানি লিটন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর লতিফ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকাল ১১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক জাতীয় সংসদের হুইপ মসিউর রহমান। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে দলের সকল নেতাকর্মীকে আবারও নতুন করে শপথ নিতে হবে। দলকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারকে হটিয়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে মহেশপুরে ইঞ্জিনিয়ার মোমিনের নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনির খান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম বকুল, গাজী মফিজুর রহমান, খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এএ আব্দুল, শাহানুর আলম, মহিদুল ইসলাম শান্ত প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।