ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে ৫ বছর বয়সী সাব্বির নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, শিশু সাব্বির সোমবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় সে অসাবধানতাবশত পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু সাব্বির মথনপুর গ্রামের রঙ্গিন মিয়ার ছেলে।