ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের ভোটার হালনাগাদ কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান। গতকাল সোমবার বিকেল ৫টায় এ কার্যক্রমের সমাপনী ঘোষণা করেন। এ ইউনিয়নে নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছে ১ হাজার ৬৭৮ জন। এর মধ্যে ৮২৪ জন পুরুষ এবং ৮৫৪ জন নারী। এ কাজে সার্বিক সহযোগিতা করেন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হাদী, ইউপি সচিব জিয়াউর রহমান, ইউপি সদস্য শওকত আলী, তথ্যকেন্দ্রের উদ্যোক্তা হেলাল উদ্দিন।