স্টাফ রিপোর্টার: বাড়িতে যাওয়া-আসার রাস্তা না দেয়ায় বড় ভাইয়ের লোকজনের হামলায় গুরুতর আহত হয়েছেন ছোটভাইসহ তার স্ত্রী ও কন্যা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটসলুয়া গ্রামে। আহত হাফিজুর রহমান হাবু (৪২) স্ত্রী শাহান আরা (৩৮) ও কন্যা আনিকা খাতুনকে (২২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ছোটসলুয়া গ্রামের মৃত হারেজ মণ্ডলের ছেলে হাবু সম্প্রতি একটি নতুন বাড়ি নির্মাণ করেন। এতে অন্য ভাইদের বাড়িতে যাওয়া-আসার রাস্তার বন্ধ হয়ে যায়। এনিয়ে তাদের মধ্যে গতকাল বিকেলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই রবিউল ইসলাম, মামাতো ভাই আহাদ আলী ও চাচাতো ভাই মুন্তাজ আলীসহ তাদের লোকজন হাবুর পরিবারের ওপর হামলা করে। এ সময় লাঠিসোঠা দিয়ে তাদেরকে বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের একটি দল সন্ধ্যায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।