খবর: (রক্ত দেয়ার জন্য ডেকে এনে কিডনি চুরি)
কিডনি চুরি করেন তারা
মানুষ করেন জবাই
চিনুন তাদের সবাই
অনেক সুযোগ ধরেন তারা
টাকায় পকেট ভরেন তারা।
জোর কদমে হাঁটেন তারা
মরছি তাদের জ্বালায়
কোথায় বলুন পালাই
নেতার দু’পা চাটেন তারা
পরের তবিল কাটেন তারা।
গভীর রাতে জ্বলেন তারা
কে আমাদের বাঁচায়
বন্দি আছি খাঁচায়
ডাঁটের মাথায় চলেন তারা
আইন কানুন দলেন তারা।
-আহাদ আলী মোল্লা