চুয়াডাঙ্গা হাতিকাটা গ্রামের ট্রাক হেলপার টগর ট্রেনের ধাক্কায় আহত

 

স্টাফ রিপোর্টার: যমুনা সেতুর আগের স্টেশনের নিকট ট্রেনের ধাক্কায় চুয়াডাঙ্গা হাতিকাটা গ্রামের টগর নামে এক ট্রাকহেলপার আহত হয়েছে। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের হাতিকাটা খেয়াঘাটপাড়ার নজরুল ইসলাম নজুর ছেলে টগর (২৪)। তিনি বেশ কিছুদিন যাবত চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার ইসমাইল হোসেনের ছেলে মনোয়ার ড্রাইভারের ট্রাকে হেলপারি করে। ওই ট্রাক নম্বর (চুয়াডাঙ্গা-ট-১১-০৩২৫)। মনোয়ার ড্রাইভার নিজেই ওই ট্রাকের মালিক। গত ২৮ আগস্ট চুয়াডাঙ্গা থেকে তেলের ড্রাম লোড করে যমুনা সেতু হয়ে ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে যমুনা সেতুর আগের স্টেশনের কাছে বিশ্রামের জন্য ট্রাকটি রাখা হয়। এ সময় ড্রাইভার মনোয়ার ট্রাকের ভেতর ঘুমিয়ে যায়। আর হেলপার রেললাইনের পাশে ঘুমিয়ে পড়ে। এ সময় ট্রেন গেলে ট্রেনের ধাক্কায় হেলপার টগর গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে রহস্যজনক কারণে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক টগরকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়েছে।