চুয়াডাঙ্গা কুতুবপুর ইউপির মহিলা সদস্য হাসিনার বিরুদ্ধে ভাতা’র টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি মহিলা সদস্য হাসিনা বেগমের বিরুদ্ধে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীভাতা’র টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বোয়ালিয়া গ্রামের ৭ জনের নিকট থেকে ১ হাজার টাকা করে ও ১ জনের নিকট থেকে ৫শ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাসিনা বেগম বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীভাতা’র নতুন কার্ড করে দেন বেশ কয়েকজনকে। এ ভাতা’র টাকা সোনালী ব্যাংক সরোজগঞ্জ শাখা থেকে গত ২৪ ও ২৫ আগস্ট উত্তোলন করেন নতুন কার্ডধারীরা। বোয়ালিয়া গ্রামের মৃত আমোদ আলীর ছেলে মসলেম উদ্দীন বয়স্ক ভাতা’র ২ হাজার ৪শ টাকা তোলেন। এর মধ্যে ১ হাজার টাকা হাসিনা বেগম হাতিয়ে নেন। একই গ্রামের মৃত নূর মোহাম্মদের স্ত্রী ছবিরন নেছা, মৃত দাউদ আলীর স্ত্রী আমেনা খাতুনের নিকট থেকেও ১ হাজার টাকা করে হাতিয়ে নেন। এছাড়া একই গ্রামের জাকির হোসেনের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী পলাশ আলী ৬ হাজার টাকা উত্তোলন করেন। তার কাছ থেকে ৫শ টাকা হাতিয়ে নেয়া হয়। আরো ৪ জনের কাছ থেকে ১ হাজার টাকা করে ৪ হাজার টাকা হাতিয়ে নেন হাসিনা বেগম। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, বিষয়টি জানতে পেরে টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে হাসিনা বেগম বলেন, আমি টাকা নিয়েছি পারলে ইউএনও বা সমাজসেবা অধিদফতরে অভিযোগ করুন।