স্টাফ রিপোর্টার: অভিনয়শিল্পী সুমাইয়া শিমুর বিয়ে হলো গতকাল শুক্রবার। বর নজরুল ইসলাম। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিমু বলেন, আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। রোজার ঈদের পরদিনই শিমু ও নজরুলের পরিবারের সদস্যরা মিলে রাজধানীর একটি রেস্তোঁরায় আংটি বদলের কাজ শেষ করেন। আর গত বুধবার হয় গায়ে হলুদ। আজ শনিবার শিমু-নজরুলের বউভাতের অনুষ্ঠান হবে নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে। দীর্ঘদিন ধরে সুমাইয়া শিমু অভিনয়ে অনিয়মিত ছিলেন। কাজ প্রায় করছিলেনই না বলা চলে। ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।