দামুড়হুদার হুদাপাড়া-জাহাজপোতায় মাদক ও মানবপাচার রোধে মতবিনিময়

 

এমআর কচি/শরিফ রতন: দামুড়হুদার হুদাপাড়া-জাহাজপোতায় মাদক ও মানবপাচার রোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেম মং বলেন, সীমান্তে মাদক ও মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব কাজের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হবে । তাই বিজিবির পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, আপনার সন্তানরা কখন কোথায় যাচ্ছে খোঁজ নেয়ার দায়িত্ব আপনাদের। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৬ বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া-জাহাজপোতার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক কর্নেল তারিক মাহমুদ সরকার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আ.লীগ নেতা আ. করিম, আয়ুব আলী, আব্দুল সবুর, সুবেদার আবু তাহের, হাবিলদার আব্দুর রহমান, রবিউল হোসেন সুকলাল ও আফেল উদ্দিন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের সহঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ ।