ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার শিবনগর বটতলা বিলে পাট জাগ দেয়ায় পানি দূষিত হয়ে মারা যায় ৭ লাখ টাকার মাছ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবনগর বটতলা বিল পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলুল হক। এ সময় বিল পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, সহকারী মৎস্য অফিসার আয়ুব আলী, বিল সভাপতি আনিছুর রহমান, সেক্রেটারি আসলাম, মজিবর রহমান প্রমুখ ।