চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজার থেকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করতে গেলে ইম্প্যাক্টের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ওখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য রনি জোয়ার্দ্দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহজাহান খান। তিনি বলেন, এ অবৈধ সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে দেশটাকে জেলখানায় পরিণত করেছে। আজ বিরোধীদলের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই, সাংবাদিক মহলের কোনো স্বাধীনতা নেই। এমনকি দেশের জনগণেরও কোনো স্বাধীনতা নেই। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে তা ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে চাজর্শিট দাখিল করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে বেগম খালেদা জিয়া যখন যে আন্দোলনের ডাক দেবেন সে ডাকে সকল ছাত্রদলনেতাকে কাঁধে কাঁধ মিলিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য হুমায়ুন কবির আকাশ, মাসুদ রানা মুক্ত প্রমুখ।