মেদিনীপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে ক্যাম্প কমান্ডার পর্যায়ের এ পতাকা বৈঠক ৬৪ নম্বর পিলারের দৌলৎগঞ্জ আইসিপিতে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত উভয় দেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি এবং সীমান্ত রক্ষীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম নেতৃত্ব প্রদান করেন। বিএসএফ’র পক্ষে ভারতের সীমানগর ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টঙ্গী ক্যাম্প কমান্ডার এসআই এমএস শর্মা নেতৃত্ব প্রদান করেন। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান সাংবাদিকদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।