জীবননগরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ত্রৈমাসিক সভা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন ও একটি মডেল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করতে গতকাল বুধবার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা লোকমোর্চা ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে হাসপাতাল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদারে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের সেবার মানোন্নয়নের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়রাম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রওশন আরা, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, ওয়েভ ফাউন্ডেশনের এলআরপি ম্যানেজার নুঝাত পারভীন, সাংবাদিক সালাউদ্দীন কাজল, আব্দুল খালেক, আব্দুল মান্নান পিল্টু, ওসমান গনি. ইউনুছ আলী, হাজি আমিনুল ইসলাম খোকন, আজিজুল হক, রেনুকা আক্তার রিতা ও সাজেদা আক্তার।