চুয়াডাঙ্গায় প্রাক-প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র না পাওয়ায় বেশকিছু আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ করেছে জেলা শিক্ষক-অভিভাবক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব। গতকাল বুধবার দুপুরে এ অভিযোগ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীরা অনলাইনে আবেদন করেন। আবেদনকারীদের ফরম যাচাই শেষে ৮ হাজার ১১৫ জনের আবেদন সঠিক বলে বিবেচনা করে শিক্ষা বিভাগ। প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করেছেন পরীক্ষার্থীরা। কিন্তু জেলার দর্শনা, জীবননগরসহ বিভিন্ন স্থানের আবেদনকারীরা অভিযোগ করে দাবি করেছেন তারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি। ফলে বিপাকে পড়েছেন তারা। তবে এ সংখ্যা কতো হবে তা সঠিক জানাতে পারেনি শিক্ষক-অভিভাবক পরিষদ। বিষয়টি জানার পরপরই শিক্ষক-অভিভাবক পরিষদের নেতা আব্দুল মোত্তালিব জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। বিষয়টি সমাধানের কোনো পথ তাদের জানা না থাকলেও এ ব্যাপারে ঢাকায় শিক্ষা বিভাগের পরিচালকের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা শিক্ষক-অভিভাবক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব বলেন, আবেদনকারীদের কেউ কেউ প্রবেশপত্র না পাওয়ার ঘটনাটি দুঃখজনক। পরীক্ষা না নেয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। তবে কোনো আবেদনকারী তার কাছে এ বিষয়ে অভিযোগ করেননি। তিনি আরো বলেন, যেখান থেকে আবেদন করা হয়েছিলো, সেখান থেকেই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

Leave a comment