ব্যাটারিচালিত ভ্যান আটকের প্রতিবাদে আলুকদিয়ায় অবরোধ : শহরে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়ক থেকে থ্রিহুইলার, শ্যালোইঞ্জিনচালিত নসিমন, করিমন, আলমসাধু ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উচ্ছেদে অভিযান শুরু করেছে পুলিশ। পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবির প্রেক্ষিতে গতপরশু বৈঠকের পর গতকাল বুধবার সকাল থেকে শুরু হয় এ অভিযান। অভিযানের শুরুতেই চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়ায় ব্যাটারিচালিত তিনটি ভ্যান আটকের প্রতিবাদে সড়কে গাছ ফেলে অবরোধ গড়ে তোলা হয়। পুলিশি হস্তক্ষেপে ৫৫ মিনিটের মাথায় অবরোধ সরিয়ে নেয়া হলেও উত্তেজনা দানা বাধে। বিক্ষোভও করে এসব যান চালকেরা।
শ্যালোইঞ্জিনচালিত নসিমন, করিমন, ভটভটিসহ নানা নামের যান অবৈধ। সড়ক থেকে উচ্ছেদে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দীর্ঘদিনের। উচ্চ আদালতও এসব অবৈধ যান সড়কে চলাচল বন্ধে পুলিশকে আদেশ দিয়েছেন। এসব অভৈধ যানের পাশাপাশি বিদেশ থেকে আমদানিকৃত তিন চাকার বেবিট্যাক্সি যা থ্রিহুইলার নামে পরিচিত যানসহ ব্যাটারিচালিত যানগুলোও বাসচালিত সড়কে চলাচল বন্ধের দাবি জানিয়ে চুয়াডাঙ্গা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ডাক দেয়। ২৫ আগস্টের মধ্যে বন্ধ করা না হলে ২৬ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘটের ডাকের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন বিশেষ উদ্যোগ নেয়। গতপরশু ২৫ আগস্ট পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বৈঠকে অবৈধ যান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়া হলে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বাস ধর্মঘট স্থগিত করে। এরই প্রেক্ষিতে গতকাল সকাল থেকে চুয়াডাঙ্গা পুলিশ অবৈধ যান সড়ক থেকে উচ্ছেদে অভিযান শুরু করে। একই সাথে মাইকিং করে অবৈধ যান সড়কে না চালানোর আহ্বান জানানো হয়। পুলিশ সুপারের পক্ষ থেকে মাইকিঙে বলা হয়েছে, সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে, মোটরযান আইন ১৯৮২ অনুযায়ী মোটরযান হিসেবে অনুমোদিত নয়, এমন যানবাহন নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, আলমসাধু ও লাটাহাম্বার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে না চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অবৈধ যানবাহনের চালক ও মালিকরা যানবাহন চলাচল বন্ধের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে। অভিযানের প্রথম দিনে চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়ক থেকে তিনটি থ্রিহুইলার, ১৩টি আলমসাধু, ২টি করিমন, ব্যাটারিচালিত ভ্যান ১২টি আটক করা হয়।
আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকালে আলুকদিয়া গ্রামের ছয় জন ভ্যানচালকের ভ্যান আটকে দেয় সদর থানার পুলিশ। এরই প্রতিবাদে সকাল আটটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুদিয়া যাত্রীছাউনির নিকট রাস্তায় ভ্যান রেখে দূরপাল্লার পরিবহনসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার ওসি (তদন্ত) কেএম কামরুজ্জামান খান, ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান ও সদর থানার উপপরিদর্শক মাসনুন আলমসহ একদল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তারা বিষয়টির সমাধান হওয়ার আশ্বাস দিলে ভ্যানচালকরা শান্ত হয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর থানা পুলিশ গতকাল বুধবার দিনভর থ্রিহুইলার বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ও মহাসড়কে চালানোর অপরাধে ১৯টি থ্রিহুইলার সিএনজি আটক করা হয়। থানাসূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করতে গতকাল সকাল হতে জীবননগর থানা পুলিশ ঝটিকা অভিযানে নামে। পুলিশের কয়েকটি টিম বসাস্ট্যান্ডসহ শহরের কয়েকটি সড়কে অবস্থান নেয়। পুলিশের এ অভিযানের খবরে মহাসড়ক হতে মুহূর্তের মধ্যে থ্রিহুইলার হাওয়া হয়ে যায়। তবে নসিমন-করিমন, আলমসাধু যথারীতি যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, আলমসাধু, লাটাহাম্বারসহ অন্যান্য অবৈধযান চলাচল বন্ধ করতে গতকাল বুধবার দামুড়হুদায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। তবে বাইপাস সড়কগুলোতে ওই সমস্ত যানবাহন চলাচল করতে পারবে।