৬ বছর পর ইংল্যান্ড সফরে পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: স্পট ফিক্সিং কেলেঙ্কারির জন্য আলোচিত ২০১০ সালের সেই সিরিজের পর আগামী বছর প্রথমবারের মতো ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
                পাকিস্তানের আগে ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। ২০১৬ সালে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ইংল্যান্ড সফরের সূচি মঙ্গলবার প্রকাশ করে ইসিবি। আগামী বছরের ৪ মে ইংল্যান্ডে পৌঁছুবে শ্রীলঙ্কা। এসেক্স ও লিস্টারশায়ারের বিপক্ষে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৯ মে হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ২৭ মে চেস্টার লি স্ট্রিটে দ্বিতীয় ও ৯ জুন লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হবে। ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আর ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ২১, ২৪, ২৬, ২৯ জুন ও ২ জুলাইয়ে পাঁচটি ওয়ানডে খেলবে তারা। ৫ জুলাই হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একমাত্র টি-টোয়েন্টি।
                ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে আগামী ২৯ জুন পাকিস্তান সেখানে পৌঁছুবে। সমারসেট ও সাসেক্সের বিপক্ষে দুটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ১৪ আগস্ট লর্ডসে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে তারা। ২২ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ওরস্টারশায়ারের বিপক্ষে পাকিস্তানের আরেকটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৯ জুলাই। এজবাস্টনে ৩ অগাস্ট তৃতীয় ও কিয়া ওভালে ১১ অগাস্ট চতুর্থ টেস্ট শুরু হবে।
                ১৮ ও ২০ অগাস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে পাকিস্তান। ইংল্যান্ড-পাকিস্তানের পাঁচটি ওয়ানডে হবে যথাক্রমে ২৪, ২৭ ও ৩০ আগস্ট এবং ১ ও ৪ সেপ্টেম্বরে। ৭ সেপ্টেম্বর হবে সফরের একমাত্র টি-টোয়েন্টি।