খবর:(খাদিমপুর থেকে সোনার বার গায়েব)
সোনার চালান গায়েব করেন
যাদের ভুঁড়ি মোটা হ্যায়,
তারা শুধু কেঁদেই মরেন
যাদের পরান ছোটা হ্যায়।
যারা সোনা হজম করেন
যাদের দালান কোঠা হ্যায়,
যারা শুধু দেখেই খুশি
তাদের নাকে পোটা হ্যায়।
যারা সোনা পাচার করেন
শক্তি সাহস গোটা হ্যায়,
যারা কেবল শিকার হবেন
ভাগ্যে তাদের খোটা হ্যায়!
-আহাদ আলী মোল্লা।