ওরিয়েন্টাল ব্যাংকের ৭ কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: বিধি বহির্ভূত ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের দায়ে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আকতারুজ্জামান এ রায় প্রদান করেন। দণ্ডিত আসামিরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মো. হারুন, সিনিয়র সহকারী ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মহামুদউল্লাহ ও মাহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, তরিকুল আলম ও কামরুল ইসলাম।

রায় ঘোষণার সময় ৭ আসামিই পলাতক ছিলেন। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পৃথক দুটি ধারায় ৭ বছর করে ১৪ বছরের কারাদণ্ড এবং ১ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৮১৮ টাকা করে জরিমানা করা হয়। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধি বহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক সৈয়দ আহম্মেদ তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। এরপর ২০১২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।