গাংনী প্রতিনিধি: এক সাথে বিরল প্রজাতির ১৫টি নাইটকুইন পাখা মেললো। দীর্ঘ ৫ বছর প্রতীক্ষার অবসান ঘটালো সৌখিন ফুলচাষি দম্পতি সাইফুল ইসলাম রতন ও ইসরাত জাহান জলির। নাইটকুইনগুলো ফোটার সাথে সাথে হাসি-খুশিতে মাতোয়ারা হয়েছিলেন ইসরাত জাহান জলির শাশুড়ি শাহিনারা বেগমও। সৌখিন ফুলচাষি রতন মেহেরপুর গাংনী উপজেলা শহরের ডিগ্রি কলেজপাড়ার ব্যাংকার আব্দুল মজিদের ছেলে এবং স্মরণিকা কিডসের স্বত্বাধিকারী।
গাংনীতে এক সাথে ১৫টি নাইটকুইন
