২৯ আগস্ট ৪র্থ সুপারমুন

মাথাভাঙ্গা মনিটর: ৪র্থ সুপারমুন দেখা যাবে চলতি মাসের ২৯ তারিখ (শনিবার)। সেদিন পৃথিবীর খুব কাছে চাঁদ অবস্থান করবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন নতুন চাঁদ সমানুপাতিক হারে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন তাকে সুপারমুন বলে।

চাঁদের সাথে পৃথিবীর গড় দূরত্ব দু লাখ ৩৮ হাজার মাইল বা তিন লাখ ৮২ হাজার ৯শ কিলোমিটার। তবে সুপারমুনের সময় চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব থাকে দু লাখ ২৪ হাজার ৮৩৪ মাইল বা তিন লাখ ৬১ হাজার ৮৩৬ কিলোমিটারের মধ্যে। চলতি বছর মোট ছয়টি সুপারমুন রয়েছে। এর মধ্যে তিনটি সুপারমুন পার হয়ে গেছে বছরের শুরুর দিকে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেখা দিয়েছিলো তিনটি সুপারমুন। বাকি আরও তিনটি সুপারমুন যাথাক্রমে ২৯ আগস্ট, ২৮ সেপ্টেম্বর ও ২৭ অক্টোবরে দেখা যাবে।

২৯ আগস্ট সার্বজনীন সমন্বিত সময় (ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড) ১৮টা বেজে ৩৫ মিনিটে দেখা যাবে আসন্ন চতুর্থ সুপারমুন। পূর্ণ এ চাঁদকে সুপারমুন বলার আরও একটি কারণ হলো- এ সময় চাঁদ অন্য সময়ের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল হয়। পরবর্তী ২৮ সেপ্টেম্বরে হবে এ বছরের সবচেয়ে নিকটবর্তী সুপারমুন। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে দু লাখ ২১ হাজার ৭৫৪ মাইল বা তিন লাখ ৫৬ হাজার ৮৯৬ কিলোমিটার।  একই সাথে এই চাঁদ পূর্ণ চন্দ্রগ্রহণের আয়োজন করবে। আর এটিই হবে ২০১৫ সালের রক্তিম চন্দ্রগ্রহণের শেষপর্ব। বছরের প্রথম রক্তিম চন্দ্রগ্রহণ হয়েছিলো এপ্রিলের ১৫ তারিখ। বছরের শেষ সুপারমুনটি দেখা যাবে ২৭ অক্টোবর সার্বজনীন সমন্বিত সময় ১২টা বেজে পাঁচ মিনিটে।