স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ আলমডাঙ্গার আইলহাস ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় মহিলা আ.লীগ নেত্রী আইভি রহমানের হত্যাকারীদের বিচারের দাবিতে বলেশ্বরপুর বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সহসভাপতি আলতাফ হোসেন, সুন্দর ভাই, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, যুগ্মসম্পাদক শফি উদ্দিন টিটু, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, বর্তমান সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগ ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, গবেষণা সম্পাদক আকতার, বিজ্ঞান সম্পাদক জ্যামি, স্কুল সম্পাদক রাজু, প্রচার সম্পাদক আ. রহমান, সহসম্পাদক মেহেদী হাসান হিমেল, ফয়সাল খাঁন, কলেজ ছাত্রলীগ নেতা খালিদ, জিম, রানা, সোহেল, কলিন্স, ইসরাইল, জুয়েল, আলিফনুর, বিত্ত, মালেক, শিমুল, লিপু, রাসেল, টোকন, রাশেদ, রাজু, সুরুজ, রোমেল, কাব্য, সাকিব, তামিম, সৌরভ, মাসু, ফিরোজ, সম্রাট, মমিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আকুল, সহসভাপতি কদম, প্রিন্স, আসিফ, যুবলীগ নেতা রিন্টু জোয়ার্দ্দারসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রধান অতিথি অনিক জোয়ার্দ্দার ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘দেশের বিরাজমান ছাত্রলীগের রাজনীতিতে কিছু নামধারী ছাত্রশিবির-ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের মধ্যে ঢুকে সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে, যা সারা বাংলাদেশের প্রশাসন অ্যালার্ট। ওই নামধারীদের ছাত্রলীগ থেকে বিতাড়িত করে সবাইকে সজাগ থেকে চুয়াডাঙ্গার কিংবদন্তী নেতা জেলা আ.লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগের পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।’ অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ।