ঋণের কিস্তির টাকা না পেয়ে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে আত্মবিশ্বাসের মাঠকর্মীর ঘুষির আঘাতে গ্রাহক আহত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঋণের কিস্তির টাকা না পেয়ে আলমডাঙ্গা মুন্সিগঞ্জের আত্মবিশ্বাস ব্রাঞ্চের ফিল্ড অর্গানাইজার হায়দার ক্ষুদ্ধ হয়ে গ্রাহক প্রতিবন্ধী টুয়েলকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে নিয়ে গতকাল সন্ধ্যায় আলোচনার মাধ্যমে ঋণের ৩৪শ টাকা মাফ ও ৩ হাজার টাকা চিকিৎসা খরচ দিয়ে আপস হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মুন্সিগঞ্জ জেহালা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে শারীরিক প্রতিবন্ধী টুয়েলের (৩৫) কাছে মুন্সিগঞ্জ মদনবাবুর মোড়ে ফ্লেক্সিলোডের দোকানে ব্রাঞ্চের ফিল্ড অর্গানাইজার হায়দার কিস্তির টাকা আনতে যান। টুয়েল কিস্তির টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুজনার মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে মাঠকর্মী হায়দার টুয়েলকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জের একটি নার্সিং হোমে চিকিৎসা দেয়া হয়। অবস্থা বেগতিক দেখে হায়দার দ্রুত সটকে পড়ে। রাতে বিষয়টা ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজনকে নিয়ে বৈঠকে বসেন আত্মবিশ্বাস মুন্সিগঞ্জ ব্রাঞ্চের কর্তকর্তারা। বৈঠকে ঋণের ৩৪শ টাকা মাফ ও তার চিকিৎসা খরচ বাবদ ৩ হাজার টাকা দিয়ে আপস হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।