বিদায়ী ইনিংসে সাঙ্গার নতুন মাইলফলক

মাথাভাঙ্গা মনিটর: ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ইনিংসেও দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা। ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান। ক্যারিয়ারের শেষ ইনিংসে রোববার মাত্র ১৮ রান করেই আউট হন সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের পথচলায় রানের জোয়ার বইয়ে দিয়েছেন, শেষের এই ছোট্ট ঢেউই সেটিকে নিয়ে গেছে নতুন এক মোহনায়।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলফলকের দেখা আগে পেয়েছেন কেবল শচীন টেন্ডুলকারই। ভারতের সাবেক এ ব্যাটসম্যান অনেকটা এগিয়ে থেকেই শীর্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ৩৫৭ রান করেন এ কিংবদন্তি। সাঙ্গাকারার রান ২৮ হাজার ১৬। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী সাঙ্গাকারা, ওয়ানডেতে দ্বিতীয় আর টি-টোয়েন্টিতে অষ্টম।

১২ হাজার ৪শ রান নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জাচ্ছেন সাঙ্গাকারা। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গত বিশ্বকাপ শেষে বিদায় বলেছিলেন ওয়ানডেকে। এ সংস্করণে তার রান ১৪ হাজার ২৩৪। আর টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন বাংলাদেশে অনুষ্ঠিত গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জিতে। ক্রিকেটের সংক্ষিপ্ততর এ সংস্করণে তার রান ১ হাজার ৩৮২। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক রান এখন ক্রিস গেইলের ১৭ হাজার ৮৪১। অবশ্য আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল (২০ হাজার ৯৮৮ রান) এখনও আনুষ্ঠানিক অবসর নেননি। তবে অভাবনীয় কিছু না হলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ধরে নেয়া যায়।