চীনে ফের রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ : নিহত ১

মাথাভাঙ্গা মনিটর: পূর্ব চীনের একটি রাসায়নিক প্লান্টে বড় ধরনের একটি বিস্ফোরণে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। গত শনিবার রাতে শ্যানডং প্রদেশের হুয়ানতাই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মাত্র দু সপ্তা আগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় তিয়ানজিন বন্দরের গুদামে রাখা রাসায়নিকের ভয়াবহ বিস্ফোরণে ১২১ জন নিহত হওয়ার পর দেশটিতে আবার রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটলো। রানজিং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানজিং কেমিকেল কারখানার এ বিস্ফোরণে সৃষ্ট ভূকম্পন দু কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়েছে। বিস্ফোরণের ফলে আশপাশের ঘরবাড়ির জানালা-কপাট দুমড়ে-মুচড়ে গেছে। বিস্ফোরণে কারখানাটির একটি ভবন বিধ্বস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাস্থলে দমকলের ২০টি গাড়িসহ দেড়শ দমকল কর্মীকে পাঠানো হয়েছে। পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের আশপাশে রাসায়নিক দূষণের কোনো লক্ষণ চিহ্নিত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারাখানাটিতে অ্যাডিপনিট্রাইল নামের একটি রংহীন রাসায়নিক তরল উৎপাদিত হতো। এ তরলটি আগুনের সংস্পর্শে এলে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে।