ভেস্তে গেলো ভারত-পাকিস্তান শান্তি আলোচনা

মাথাভাঙ্গা মনিটর: পারস্পরিক অনাস্থা কাটিয়ে উঠতে না পারায় শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভেস্তে গেলো ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ গত মাসে রাশিয়ায় মিলিত হয়ে আলোচনা শুরু করতে সম্মত হলেও শেষ মুহূর্তে আটকে গেলো পরমাণু অস্ত্রধর চির বৈরী দু দেশ। গতকাল রোববার নয়া দিল্লিতে দু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই আলোচনা শুরু হওয়ার কথা ছিলো। বৈঠকের আলোচ্য সূচি কী হবে তা নিয়ে উভয়পক্ষের মধ্যে কয়েক দিন ধরে কথা চালাচালির পর শনিবার আলোচনা বাতিলের ঘোষণা দেয় পাকিস্তান। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের সাথে বৈঠকের পরিকল্পনা বাদ না দিলে আলোচনা হবে না বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঘোষণা দেয়ার পর সরে দাঁড়ালো ইসলামাবাদ। ভারত শুধু সন্ত্রাসবাদ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বলে জানান সুষমা স্বরাজ, যেখানে কাশ্মিরসহ অন্যান্য বিষয় আলোচনায় আনতে চেয়েছিলো পাকিস্তান। পাকিস্তান বলেছে, ভারতের দেয়া পূর্বশর্তের ভিত্তিতে আলোচনা হতে পারে না। সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, প্রস্তাবিত এনএসএ পর্যায়ের আলোচনা কোনো কাজে আসবে না। সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এবং তা নির্মূলের পর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে-এককভাবে এ সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের রয়েছে এটা মনে করা ভারতের জন্য যৌক্তিক নয়। পাকিস্তানের এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেছে ভারত।