মন্থর ব্যাটিঙের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রায় ৪শ রানের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিন সতর্ক ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে লিড নিতে প্রথম ইনিংসে ঘাম ঝরাচ্ছে স্বাগতিকরা কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান। লাহিরু থিরিমান্নে ২৮ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৯ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ওভারেই দিমুথ করুনারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতকে ভালো সূচনা এনে দেন উমেশ যাদব। দর্শকদের করতালি আর ভারতীয় ক্রিকেটারদের অভিবাদনের মধ্যে নিজেদের প্রথম ইনিংসের অষ্টম বলেই ক্রিজে আসেন সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে কৌশল সিলভার সাথে ৭৪ রানের একটি জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে থামে সাঙ্গাকারার শেষ টেস্টের প্রথম ইনিংস। ৮৭ বলে ৩২ রান করতে ৪টি চার হাঁকান এ বাঁহাতি ব্যাটসম্যান। অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান সিলভা। ১১৮ বলে ৮টি চারের সাহায্যে ৫১ রান করেন তিনি। তবে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন থিরিমান্নে-ম্যাথিউস। এর আগে ৬ উইকেটে ৩১৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ৩৯৩ রানে অলআউট হয়ে যায় ভারত। এদিন ৭৪ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় বিরাট কোহলির দল। দিনের শুরুতেই অশ্বিনকে হারানো ভারত সাড়ে তিনশ’ পার হয় ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্রর দৃঢ়তায়। অষ্টম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তারা। ২৪ রান করে মিশ্রর বিদায়ের পর উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমানকে সঙ্গ দেন ইশান্ত শর্মা। ৮ উইকেটে ৩৮৬ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় ভারত। চারশ’ তখন হাত ছোঁয়া দূরত্বে। কিন্তু দ্বিতীয় সেশনে রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে মাত্র ৭ রানের মধ্যে শেষ ২ উইকেট হারানোয় ততদূর যেতে পারেনি অতিথিরা। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৬ রান করেন ঋদ্ধিমান। সিরিজে এটি তার দ্বিতীয় অর্ধশতক। ৮১ রানে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার বাঁহাতি স্পিনার হেরাথ। এ ছাড়া দুটি করে উইকেট পান ধাম্মিকা প্রসাদ, ম্যাথিউস ও দুশমন্ত চামিরা। গলে প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।