দামুড়হুদা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন

দামুড়হুদায় রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে অংশগ্রহণকারী দু দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াড়রা গোল করতে ব্যর্থ হওয়ায় শেষমেষ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেখ রাসেল ক্রীড়াচক্রের অধিনায়ক সোহেল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় রেফারি ছিলেন লিটন। সহকারী রেফারি ছিলেন লাল্টু ও মিলন। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক ইলিয়াস, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজন, ম্যানেজার এমরাজ উদ্দিন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, আ.লীগ নেতা গোলজার আলী, দুবাই স্টারের সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাবেক কৃতী ফুটবলার সাইদুর রহমান লিপু, মহিউদ্দিন ময়েন, আব্দুস সালাম বিপ্লব, মহি উদ্দিন, শহিদুল হক কালু, মশিউর রহমান প্রমুখ।

Leave a comment