ভুটানকে হারালেই সেমিতে বাংলাদেশের যুবারা

স্টাফ রিপোর্টার: গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে একটি সহজ হিসাব। প্রতিপক্ষ ভুটানকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সাইফুল বারী টিটোর দলের সেমিফাইনালে ওঠা।  নেপালের এএনএফএ কমপ্লেক্সে ‘এ’ গ্রুপে দুই দলের ম্যাচটি হবে শনিবার। এর আগের দিন সংবাদ সম্মেলনে জয় পাওয়ার বিষয়ে নিজেদের আত্মবিশ্বাসের কথা বলেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে ভুটান। আর এতেই বাংলাদেশের হিসেবটা সহজ হয়ে গেছে। আর নেপালকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশের বিপক্ষে নুন্যতম ড্র করতে হবে। বাংলাদেশ কোচ টিটো সেমিফাইনাল ভাগ্য ঝুলিয়ে রাখতে চান না। সেমিফাইনালে উঠতে হলে অবশ্যই আমাদের এ ম্যাচ জিততে হবে। আমরা সবাই তাদের ম্যাচের ভিডিও দেখেছি; তারা আগের চেয়ে উন্নতি করেছে। কিন্তু আমরাও তাদের আটকানোর কৌশল জানি। আমাদের প্রথম লক্ষ্য সেমি-ফাইনালে ওঠা। ক’দিন আগে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে এ কারণেই সমর্থকদের প্রত্যাশা বেড়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিজ্ঞপ্তির মাধ্যমে অধিনায়ক মাশুক মিয়া জনিও দেশের মানুষের সেই চাহিদা পূরণে নিজেদের প্রত্যয়ের কথা জানান। আগামী সোমবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।