চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে বিকেএসপিতে চান্স পেয়েছে ৪ ক্ষুদে খেলোয়াড়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র অঙ্গ প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে ও চুয়াডাঙ্গা ফুটবল ক্ষুদে ফুটবল একাডেমি থেকে এ বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চান্স পেয়েছে চুয়াডাঙ্গার ৪ ক্ষুদে খেলোয়াড়। এর মধ্যে ক্রিকেটে চান্স পেয়েছে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের ইউসুফ জোয়ার্দ্দারের ছেলে শিহাব জোয়ার্দ্দার ও দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আনসার আলীর ছেলে আশিক ইকবাল এবং ফুটবলে চান্স পেয়েছে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার রবিউল হোসেনের ছেলে রাফেজ হোসেন ও একই পাড়ার লিটন আলীর ছেলে লিখন। ক্রিকেটের পাশাপাশি চুয়াডাঙ্গা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে চুয়াডাঙ্গা ক্ষুদে ফুটবল একাডেমিতে শুধুমাত্র ৮-১২ বছর বয়সের ক্ষুদে ফুটবলার প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। ফুটবলের প্রশিক্ষণ প্রদান করেন প্রাক্তন ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার ও ইমাম হোসাইন। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমিতে জুনিয়র গ্রুপে ৮-১২ ও সিনিয়র গ্রুপে ১২-১৬ বছর বয়সের ক্রিকেটারদের প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

উল্লেখ্য গত ১০ আগস্ট বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি’র বাছাই টিম ৮-১৪ বছর বয়সের মেধা সম্পন্ন খেলোয়াড় বাছাই পরীক্ষা গ্রহণ করেছিলো চুয়াডাঙ্গা স্টেডিয়ামে। গত বৃহস্পতিবার ক্রিকেট ও ফুটবলের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বিকেএসপি কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা ৪ ক্ষুদে খেলোয়াড়কে শুভেচ্ছা জানায়। তারা যেন বিকেএসপিতে ভালো করে চুয়াডাঙ্গার মুখ আরো উজ্জ্বল করতে পারে সবাই মিলে সে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রধান কোচ সাইফ রাসেল, অভিভাবক আনসার আলী, আনাস জোয়ার্দ্দার, লিটন আলী ও রবিউল হোসাইন। উল্লেখ্য আজ শনিবারের মধ্যে ফুটবলারদের খুলনা বিকেএসপিতে ও ক্রিকেটারদের ঢাকার সাভার বিকেএসপিতে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

Leave a comment