মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির মতবিনিময়কালে নেতৃবৃন্দ

 

ঐক্যবদ্ধ শক্তিশালী কমিটি এখন সময়ের দাবি

গাংনী প্রতিনিধি: তৃণমূল থেকে শক্তিশালী কমিটি গঠনের মধ্যদিয়ে নেতাকর্মীদের এক কাতারে আনতে হবে। তাহলে উপজেলা-জেলাসহ অন্যান্য ইউনিটের কমিটিও শক্তিশালী হবে। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। দলের জন্য ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ভেদাভেদ ভুলে দলের সকল পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মর্যাদা দিতে হবে। সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালনকারীদের নিয়ে কমিটি গঠনের মধ্যদিয়ে বিএনপি চেয়ারপারসনের হাতকে আরো শক্তিশালী করা গেলে আগামী দিনের আন্দোলন সংগ্রাম সফল হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময়কালে বক্তারা উপরোক্ত মতামত প্রকাশ করেন। কেন্দ্রের নির্দেশে শক্তিশালী বলিষ্ঠ কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা বিএনপি সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রোমানা আহমেদ, সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, জেলা বিএনপির প্রচার সম্পাক আক্তারুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইনসু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী উপজেলা ছাত্রদলের সিনিয়র সভাপতি কামরুল ইসলাম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সুজন কবীর, রবিউল ইসলাম রবি, আব্দুল আলিমসহ বিএনপির বিভিন্ন ইউনিট শীর্ষ নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা বিএনপির সকল ইউনিটের নতুন কমিটি গঠনের বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হয়। কমিটি গঠনের সম্মেলন অনুষ্ঠানের জন্য দায়িত্ব বণ্টন ও ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

Leave a comment