ব্যাংকক হামলা : দু সন্দেহভাজনের আত্মসমর্পণ : চলছে জেরা

মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা সন্দেহভাজনদের দুইজন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তারা নিজেদের ট্যুর গাইড হিসেবে দাবি করেছে, বলছে থাই কর্তৃপক্ষ। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে  বলে জানিয়েছে বিবিসি। সোমবার ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা বিস্ফোরণের আগে দিয়ে ওই দুই সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে,  সন্দেহভাজন প্রধান ব্যক্তি হলুদ টি শার্ট পরা ছিলেন, তিনি বসে পড়ে পিঠে বহন করা একটি ব্যাগ ফেলে মন্দির ছেড়ে চলে যান। আর তার ঠিক আগেই একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়ান লাল আর সাদা টি-শার্ট পরা দুই ব্যক্তি। এ দুজনই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছে। পুলিশ বলেছে, হলুদ টি-শার্ট পরা ব্যক্তি এখনো থাইল্যান্ডেই আছে বলে ধারণা করছেন তারা। হামলায় অন্তত ১০ জন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ এবং মূল সন্দেহভাজন বিদেশি নাগরিক বলে পুলিশের ধারণা। বিস্ফোরণের ঘটনায় কোন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত নয় বলে ধারণা করছে থাই সরকার। থাইল্যান্ডের সামরিক জান্তা সরকারের মুখপাত্র কর্নেল উনতাই সুভারি বলেন, প্রাথমিক তদন্তের ফলে  এমনটিই ধারণা করা হচ্ছে। তবে পরে সুভারি এও বলেছেন যে, আন্তর্জাতিক সন্ত্রাসের সঙ্গে এ ঘটনার যোগসূত্র একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। “আমাদেরকে এখনো ঘটনাটি আরো ভালভাবে খতিয়ে দেখতে হবে”, বলেন তিনি।