ঢাকাই জামদানি নামে নিবন্ধন আত্মঘাতী সিদ্ধান্ত!

স্টাফ রিপোর্টার: ভারত উপাদ্দা জামদানি নামে জামদানি শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন নিয়েছে। অনেকেই বলছেন, বাংলাদেশের জামদানির নিবন্ধন নিতে হবে ঢাকাই জামদানি নামে। কিন্তু এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর নিবন্ধন নিতে হবে জামদানি নামেই। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার পণ্যের ভৌগোলিক নির্দেশক আইন ২০১৩ শিরোনামের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। সেমিনারটি আয়োজন করে ডিসিসিআই এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। অনুষ্ঠানে জিআই আইন বাস্তবায়নকারী কর্তৃপক্ষ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের (ডিপিডিটি) যুগ্ম-নিবন্ধক ইলিয়াস হোসেন ভূইঞা বলেন, ভারত যেহেতু উপাদ্দা জামদানি নামে জামদানি শাড়ির নিবন্ধন নিয়েছে আমাদের তাই ঢাকাই জামদানি নামে নিবন্ধন করতে হবে। তার এ বক্তব্যের পর অনুষ্ঠানেই এর বিরোধিতা করেন বক্তারা। সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী বলেন, আমাদের জামদানি যদি ঢাকাই জামদানি নামে জিআই নিবন্ধন করা হয় তাহলে কালকে কোলকাতা জামদানি, পরশু উড়িষ্যা জামদানি নিবন্ধিত হবে। দয়া করে ঢাকাই জামদানি বলে বলে নিজেদের সর্বনাশ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, আমরা যতো বেশি ঢাকাই জামদানি নামে নিবন্ধনের কথা বলবো, ততো তা আমাদের জন্য আত্মঘাতী হবে। কারণ তাতে পরোক্ষভাবে ভারতের উপাদ্দা জামদানিকে স্বীকৃতি দেয়া হবে।