মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার ঐতিহ্যবাহী নগর পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল এ খবর জানানো হয়। পালমিরাকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। গত মে মাসে আইএসের জঙ্গিরা সিরিয়া সরকারের কাছ থেকে পালমিরা দখল করে নেয়। সরকারি বাহিনীর হামলা সত্ত্বেও পালমিরা এখনো আইএসের নিয়ন্ত্রণে রয়েছে। পালমিরার প্রাচীন নিদর্শন জাতিসংঘের সংস্থা ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
পালমিরার দখল নেয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করে আইএস। ৮২ বছর বয়সী এই প্রত্নতত্ত্ববিদের পরিবার বলছে, আইএস’র জঙ্গিরা তার শিরশ্ছেদ করেছে। পরিবারের বরাত দিয়ে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল করিম এই তথ্য জানিয়েছেন। মামুন আব্দুল করিম বলেন, আসাদের পরিবার তাকে জানিয়েছে, এ প্রত্নতত্ত্ববিদকে হত্যা করে তার লাশ পালমিরার প্রধান নগর প্রাঙ্গণের একটি স্তম্ভে ঝুলিয়ে রাখা হয়েছে। ৫০ বছরের বেশি সময় ধরে পালমিরা নিয়ে কাজ করেছেন আসাদ। তিনি সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষ রক্ষণাবেক্ষণের প্রধান ছিলেন। আইএস’র জঙ্গিরা সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ দখল করে নিয়েছে। তারা সিরিয়া ও ইরাকে প্রাচীন ঐতিহ্য ধ্বংস করেছে। পালমিরায় তারা কতোটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা স্পষ্ট নয়।