ব্যাংককে হামলাকারী কোনো চক্রের হয়ে কাজ করেছে

মাথাভাঙ্গা মনিটর: ব্যাংককের এরাওয়ান মন্দিরে সোমবার বোমা হামলা চালানো ব্যক্তি কোনো চক্র বা নেটওয়ার্কের হয়েই একাজ করেছে। থাইল্যান্ডের পুলিশ প্রধান একথা বলেছেন। ওই হামলার প্রধান সন্দেহভাজনের একটি স্কেচ প্রকাশ করেছে পুলিশ। তার পরণে আছে হলুদ একটি টি-শার্ট। এরাওয়ান মন্দির থেকে চলে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তার ছবি দেখা গেছে। ফুটেজে পাওয়া সেই সন্দেহভাজনকেই খুঁজছে থাই কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় চালানো ওই হামলায় এশিয়ার বিভিন্ন দেশের নয়জন বিদেশি নাগরিক নিহত হন। থাই পুলিশ প্রধান সমিয়ত পুম্পানমুয়াং বুধবার বলেছেন, মন্দিরে হামলায় একাধিকজন জড়িত। প্রধান সন্দেহভাজনের কথা উল্লেখ করে তিনি বলেন, সে একা এ হামলা চালায়নি তা নিশ্চিত। এটি একটি নেটওয়ার্ক। তবে এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু জানান নি। হামলায় থাই নাগরিকরা জড়িত বলেও নিশ্চিত করেছেন পুম্পানমুয়াং। তবে হামলাকারী বিদেশি নাকি ছদ্মবেশী থাই নাগরিক তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। থাই পুলিশ জানিয়েছে, বোমা হামলাস্থলে সিসিটিভি ফুটেজে আরো দুজনকে দেখতে পাওয়া গেছে। তাদেরকেও হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রধান সন্দেহভাজনকে পুলিশের কাছে আত্মসমর্পনের আহ্বান জানিয়েছেন। ব্যাংককের বাণিজ্যিক এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে চালানো এই হামলা দেশটির অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যেই হয়েছে বলে অভিযোগ করেছে থাই সরকার। হামলার পর প্রায় দু দিন পেরিয়ে গেলেও দায় স্বীকার করেনি কোনো পক্ষ। সোমবারের হামলায় নিহতদের বেশির ভাগই থাই নাগরিক। তবে নিহত বিদেশিদের মধ্যে চীন, হংকং, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের নাগরিকরাও আছে।