মেহেরপুরে ভোক্তা সমাবেশ অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রায়ই ক্রেতা-ভোক্তারা প্রতারিত হচ্ছেন। কিছু অসাধু ব্যবসায়ী কিংবা সেবাদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান মানুষ ঠকাচ্ছেন। নিম্নমানের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য অত্যান্ত চাতুরতার সাথেই বিক্রি করা হচ্ছে। ওজনে কম দেয়ার ঘটনাতো অহরহ। আবার অনেক পণ্যের মোড়কে উল্লেখিত উপাদান সেই পণ্যের মধ্যে পাওয়া যায় না। আজ যিনি বিক্রেতা হিসেবে ক্রেতাকে ঠকাচ্ছেন কাল তিনিই আবার অন্য পণ্য কিনতে গিয়ে একই প্রতারণার শিকার হচ্ছেন। প্রায় প্রতিনিয়তই ক্রেতা-ভোক্তার অধিকার লুন্ঠিত হচ্ছে। ভুক্তভোগীদের জোট না থাকা এবং অসাধু ব্যক্তি-প্রতিষ্ঠানের লম্বা হাতের ক্ষমতার কারণে পদপিষ্ট হচ্ছে ভোক্তা অধিকার। এক্ষেত্রে সর্বস্তরেরর ক্রেতা-ভোক্তারা সচেতন হলেই কেবল ভোক্তা অধিকার প্রতিষ্ঠা হবে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ভোক্তা সমাবেশে বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা ভোক্তা সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ক্যাব মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক মানিক। আরো বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) শাহীনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার এসএম কামরুজ্জামানক, সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সদর উপজেলা ক্যাব সভাপতি মঈনুল আলম ও বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল।