চুয়াডাঙ্গায় অবৈধযান বন্ধ করা না হলে আবারও পরিবহন ধর্মঘটের হুমকি

 

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় দূরপাল্লার কোচসহ যাবতীয় যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পূর্ব হুঁশিয়ারি দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ২৫ আগস্টের মধ্যে জেলায় বাস চলাচলকারী সকল সড়কে অবৈধযান নসিমন, করিমন, আলমসাধু, থ্রিহুইলার, ইজিবাইক, মোটরচালিত ভ্যান চলাচল বন্ধ করা না হলে এ কর্মসূচি পালন করা হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধরণ সম্পাদক কেএম মঈনউদ্দিন, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি এ নাসির জোয়ার্দ্দার যুক্ত স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলেছেন, গত ১৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।