চুয়াডাঙ্গা শহরে এবার নওগাঁর টমটম

 

আলম আশরাফ: অযান্ত্রিক পরিবহনের সাথে এবার চুয়াডাঙ্গায় আরেকটি পরিবহন যুক্ত হয়েছে। নাম টমটম। রিকশাভ্যানের সাথে বিশেষ প্রযুক্তিতে সংযুক্ত ৬ আসনের এ টমটম চালিয়ে বেড়াচ্ছেন যুবক রুবেল। বেশ সৌখিন মডেলের টমটম গাড়িতে বেশ ভাড়াও হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা শহরে প্রথম বলে যাত্রীদেরকে আকর্ষণ করছে রুবেলের এ টমটম। নতুন সড়কে ওঠা এ টমটমকে কোথাও কোথাও পাখিভ্যানও বলা হয়ে থাকে। টমটম হোক আর পাখিভ্যানই হোক এই যানে করে প্রতিদিন ৬শ থেকে ১ হাজার টাকার ভাড়া মারে রুবেল।

চুয়াডাঙ্গা পৌর শহরের গোরস্তানপাড়ার মিনাজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৫) একজন বেকার যুবক। আয়-ইনকামের জন্যে সে সন্ধান পায় টমটম গাড়ির। তবে আগের আমলের সেই টমটম নয়। আগে টমটম গাড়ি ঘোড়ায় টানতো, আর এখন ব্যাটারি চালিত ইঞ্জিনে টানে। ঘোড়ায় চালিত টমটম দেখতে লম্বা এবং রাজকীয় দর্শনের ছিলো। সেদিক দিয়ে রকমফের যাই হোক, টমটম বলে কথা। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কী! রুবেল চুয়াডাঙ্গা থেকে সুদূর নওগাঁ জেলা শহরে যায় টমটম কিনতে। মাস দেড়েক আগের কথা। রুবেল ৬০ হাজার টাকা মূল্যে টমটম কিনে সোজা রওনা দেয় চুয়াডাঙ্গার উদ্দেশে। টমটম চালিয়ে চলে আসে চুয়াডাঙ্গায়। রুবেল জানায়, সেই প্রথম চুয়াডাঙ্গায় টমটম ভ্যান এনেছে। এ কারণে ভাড়ও বেশি হচ্ছে। ৬ আসনের এ টমটমে বসা আরামদায়ক এবং নিরাপদ। এতে দুর্ঘটনার আশঙ্কাও কম। রুবেল জানায়, টমটমে একদিন চার্জ দিলে দু দিন অনায়াসে চালানো যায়। তাছাড়া পায়ে চালানোর জন্যে যথারীতি প্যাডেলের ব্যবস্থাও রয়েছে। তাই এতে সওয়ার হয়ে পথের মাঝে ভোগান্তিতে পড়ার কোনো ঝুঁকি নেই। অযান্ত্রিক হলেও এর হাতে ও পায়ে ব্রেক আছে। ভ্যানের চেয়ে অনেক টেকসই ও জাবদালো। ব্যাটারির চার্জে চলে বলে পরিশ্রান্তও হয় না রুবেল।

চুয়াডাঙ্গা জেলাসহ আশপাশ এলাকায় আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি, আলগামন, লাটাহাম্বার, থ্রি হুইলার আর ইজিবাইকের দৌরাত্ম্যে মানুষ যখন নাকাল, তখন রুবেলের টমটম কি খানিকটা স্বস্তি দেবে? সরকার মহাসড়ক থেকে অবৈধ এসব অযান্ত্রিক পরিবহন নিষিদ্ধ করেছে। তারপরেও থেমে নেই। এদের কারণে দুর্ঘটনাও কম ঘটে না। প্রথম দিকে নতুন সড়কে ওঠা এক আধটা অযান্ত্রিক পরিবহন চলাচল শুরু করে যখন, তখন প্রশাসন আমল দেয় না ঠিকই; কিন্তু পরে তা তাদের গলার কাঁটা হয়ে দেখা দেয়। তাই অনেকেরই প্রশ্ন চুয়াডাঙ্গা জেলা শহরে নতুন আসা টমটম বা পাখিভ্যান এক সময় সেই দশায় পরিণত হবে নাতো?

Leave a comment