চুয়াডাঙ্গার ভালাইপুরে ট্রাক ভিড়িয়ে চুরি

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন ভালাইপুর মোড়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ চুরিকে কেন্দ্র করে ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরে সকল ব্যবসায়ী দোকানমালিক সমিতির সাথে আলোচনা করেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর দুপুরে দোকানপাট খোলা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার দিনগত রাতে ভালাইপুর মোড়ে সেভেন স্টার মণ্ডল মার্কেটে সোহেল বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টসে ট্রাক ভিড়িয়ে ৫ লক্ষাধিক টাকার শাড়ি, লুঙ্গি, প্যান্ট, থ্রিপিস, বোরকা, ওড়না, পাঞ্জাবিসহ বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ব্যবসায়ীরা ৫ জন নাইটগার্ডকে দোষারোপ করেন। অভিযোগ রয়েছে, ঘটনার সময় গোকুলখালী পুলিশ ফাঁড়ির একটি টহলদলও ভালাইপুর মোড়ে ডিউটিতে ছিলো। গোকুলখালী পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল বলেন, আমরা ওখানে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখেছিলাম। ৫ জন নাইটগার্ড থাকা সত্ত্বেও চুরি হবে ভাবলে আমরা তো ট্রাক তল্লাশি করতাম। এদিকে নাইটগার্ডদের অপসারণ ও অযোগ্য বাজার কমিটি প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করতে থাকেন। এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে বাজারের নাইটগার্ডদের জরিমানা করা হয়।