আলমডাঙ্গা লক্ষ্মীপুরের বালক সাব্বির অপহৃত হয়ে কুমিল্লায়?

 

ভালাইপুর প্রতিনিধি/মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সাব্বির নামের এক বালক এখন কুমিল্লায়। সে স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপহহৃত হয় নাকি নিজেই কুমিল্লা পাড়ি জমিয়ে এখন অপহরণের অভিযোগ তুলছে? এসব প্রশ্নের জবাব যাই হোক, স্কুলছাত্রের যে সন্ধান মিলেছে এতেই খুশি আপন জনেরা।

কুমিল্লার ইব্রাহিম খলিল বিষয়টি আলমডাঙ্গার খাদিমপুর ইউপি চেয়ারম্যানকে মোবাইলফোনে জানিয়েছেন। তবে বালক সাব্বির কোন লক্ষ্মীপুরের ছেলে সেব্যাপারে কিছু জানাননি। গত পরশু রাত ১টার দিকে ০১৮৩৩-৫৮৫৭১৫ মোবাইল থেকে জনৈক ব্যক্তি নিজেকে দক্ষিণ কুমিল্লার নাঙ্গলকাঠির হেচাখাল গ্রামের ইব্রাহিম খলিল পরিচয় দিয়ে খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল ব্যানাকে ফোন করেন। তিনি জানান আপনার আলমডাঙ্গা এলাকার লক্ষ্মীপুর গ্রামের রফিকুল ইসলামের ১০-১২ বছরের ছেলে সাব্বির হোসেন এখন আমার হেফাজতে আছে। সে অপহরণের শিকার হয়ে যেভাবেই হোক আমাদের এলাকায় রাস্তায় কান্নাকাটি করছিলো। আমিসহ আমাদের এলাকার স্থানীয়রা চেয়ারম্যান ও মেম্বারের সাথে আলোচনা করে বর্তমানে সাব্বিরকে আমার বাড়িতে রেখেছি। ওয়েবসাইট থেকে আলমডাঙ্গা চেয়ারম্যানদের তালিকা খুঁজে আপনার কাছে ফোন দিচ্ছি বলে তিনি জানান। আলমডাঙ্গা উপজেলার বা আশপাশ এলাকার সাব্বির নামের কেউ নিখোঁজ থাকলে কুমিল্লার ওই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।