আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। কালিদাসপুর ইউনিয়নের ১ নং আসাননগর ওয়ার্ডের কমিটি গঠন ও আলোচনাসভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিমুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শমসের মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুজন আহমেদ, রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও বাপ্পী, প্রচার সম্পাদক রানা হামিদ, সাবেক ছাত্রলীগের সভাপতি লিপু। ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জুয়েল রানা সনির উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সহিদুল, মুঞ্জুর, কামাল, লাল মিয়া, সেলিম, মিন্টু, মইনদ্দিন, যুলীগ নেতা জাহিদুল, আনারুল হক, রিভেন, ছাত্রলীগ নেতা আলমগীর, শাওন, সাব্বির, রাজিব, আলী, মান্না প্রমুখ। আলোচনাসভা শেষে সর্বসম্মতিক্রমে কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ১ নং ওয়ার্ড ছাত্রলীগের ৫১ সদস্য কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে মশিউর রহমানকে সভাপতি ও সোহেল রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Leave a comment