আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বাজারের লালব্রিজ রোডের মিম স্টোরের মালিক বকুলের বিরুদ্ধে নিম্নমানের ভেজাল গোখাদ্য তৈরি করে ঈশ্বরদীর বিখ্যাত রানাগাভী মার্কা গোখাদ্যের প্যাকেটে ভরে বিক্রির অভিযোগ উঠেছে। আলমডাঙ্গার স্টেশনপাড়া, কালিদাসপুর ও আনন্দধাম এলাকায় কয়েকজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধেও একইভাবে বিভিন্ন চাহিদাসম্পন্ন গোখাদ্য কোম্পানির মনোগ্রাম ছাপিয়ে প্যাকেটজাত করে তা খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে।
একাধিকসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা শহরের লালব্রিজ রোডের মেসার্স মিম স্টোরের মালিক উপজেলার শ্যামপুর গ্রামের বকুল হোসেন। তিনি এ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বাজারে চাহিদাসম্পন্ন নকল গোখাদ্য বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে খাওয়ার অনুপযুক্ত নিম্নমানের ময়দা, ভূষি ও ধানের তুষের গুঁড়া মেশিনে পাইল করে নকল গোখাদ্য তৈরি করার অভিযোগ রয়েছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বকুল নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে প্রায় প্রতিদিন কয়েকজন লেবার দিয়ে এ অপকর্ম করে আসছেন। এভাবে প্রস্তুতকৃত মালামাল বাজারে চাহিদাসম্পন্ন কোম্পানির লোগো-মনোগ্রাম সংবলিত প্যাকেটে ভরে বিক্রি করেন তিনি। বকুল বর্তমানে চাহিদাসম্পন্ন ঈশ্বরদীর রানাগাভী মার্কা গোখাদ্যের প্যাকেটে নিজের তৈরি নিম্নমানের ভেজাল মালামাল ভরে বাজারে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছেন। অতি পরিচিত গোখাদ্য ঈশ্বরদীর রানাগাভী মার্কা গোখাদ্যের প্যাকেট বকুলের মিম স্টোর থেকে কিছুটা কম দামে কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে পরু পালনকারীরা। অন্যান্য দোকানের চেয়ে বেশ কিছু কম দাম হওয়ায় বকুলের ভেজাল নকল রানাগাভী মার্কা গোখাদ্যের বেশ কিছু পাইকারি ক্রেতা সৃষ্টি হয়েছে।
শুধু বকুল নয়, আলমডাঙ্গা শহরে বেশ কয়েকজন এমন প্রতারক ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে। শহরের স্টেশনপাড়া, কালিদাসপুর ও আনন্দধাম-হাউসপুর এলাকায় এরা বেশ দাপটের সাথে প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এরা বাজারে চাহিদাসম্পন্ন গোখাদ্যের প্যাকেটে নিজেদের তৈরি নিম্নমানের মালামাল ভরে নকল গোখাদ্য বিক্রির রমরমা ব্যবসার ফাঁদ পেতেছেন। নামসর্বস্ব কয়েকজন সাংবাদিক ও ডিএসবি ওয়াচারকে ম্যানেজ করে এরা প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এইচএম শামীমুজ্জামান জানান, এ ধরনের নিম্নমানের গোখাদ্য খাওয়ালে পশুর বদহজম, পেটফাঁপা, অ্যাসিওসিস, পাতলা পায়খানা ও পায়খানা বন্ধ হয়ে মারা যাওয়ার মতো দুঃখজনক ঘটনা ঘটতে পারে।