রাস্তায় গাছ ফেলে আলমডাঙ্গা যমুনার মাঠে আবারও ডাকাতদলের তাণ্ডব

অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো/জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি সড়কের যমুনার মাঠে আবারও রাতভর ডাকাত দল তাণ্ডব চালিয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরুব্যবসায়ীর নিকট থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

                ডাকাতির শিকার কয়েকজন জানিয়েছেন, আলমডাঙ্গা এলাকার গরুব্যবসায়ীরা রাজশাহী সিটি পশুহাটে মোষ বেচাকেনা করে গত রোববার রাতে ২টি ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের বেহাল অবস্থার কারণে তারা বিত্তিপাড়া-জামজামি সড়ক হয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। রাত ২টার দিকে তাদের বহনকারী ট্রাকটি যমুনার মাঠে পৌঁছুলে রাস্তায় গাছ পড়ে থাকতে দেখে ড্রাইভার গাড়ি থামান। এ সময় মুখ ঢাকা ১৫/২০ জন ডাকাত উচিয়ে পথরোধ করে দাঁড়ায়। তারা অস্ত্রের মুখে জিম্মি করে গরুব্যবসায়ী রোয়াকুলি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মসলেম আলীর নিকট থেকে ৮০ হাজার, একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আমিরুল ইসলামের নিকট থেকে ৭ হাজার টাকা কেঁড়ে নেয়। এ ঘটনার পরপরই ২য় ট্রাকটি যমুনার মাঠে পৌঁছুলে একই কৌশলে ট্রাকটি দাঁড় করায় ডাকাতদল। এ সময় ট্রাকের ৯জন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকা কেড়ে নেয়। এ সময় কয়েক জনকে মারধরও করে ডাকাতরা। ডাকাতরা গাংনী উপজেলার মানিকদিহির মৃত ইসারত আলীর ছেলে মুস্তাকুলের নিকট থেকে ৩ লাখ ৩৩ হাজার, আলমডাঙ্গার শ্যামপুরের শুকুর আলীর ছেলে আলমের নিকট থেকে ২ লাখ ৬৩ হাজার, হাউসপুরের মৃত ভাদু মণ্ডলের ছেলে শহিদুল ও তার পার্টনার ডামোশ গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে রহিম বক্সের নিকট থেকে ৯৫ হাজার টাকা, রোয়াকুলি গ্রামের ইছাহকের নিকট থেকে ৮০ হাজার টাকা, কালিদাসপুর গ্রামের আয়ুব আলীর ছেলে শাফায়েতের নিকট থেকে ৫৪ হাজার টাকা কেড়ে নেয়। ডাকাতির ঘটনায় গতকাল সোমবার গরুব্যবসায়ীরা আলমডাঙ্গা থানায় লিখিত এজাহার দায়ের করেন।