আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্র কুমার আগরওয়ালার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারের দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী শ্রী শ্যাম সুন্দর আগরওয়ালার ভাই শ্রী চন্দ্র কুমার আগরওয়ালার সৎকার সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুদিয়াখালী গ্রামের মাথাভাঙ্গা নদীর শ্মশান ঘাটে চিতায় রেখে চন্দ্র কুমারের দেহাবশেষ দাহ করা হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন মুন্সিগঞ্জ বাজারের মৃত মদনলাল আগরওয়ালার সেজ ছেলে শ্রী চন্দ্র কুমার আগরওয়ালা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল সকাল ৯টায় লাশ নেয়া হয় মুন্সিগঞ্জ বাজারের নিজ বাড়িতে। চলতে থাকে পরিবারের মধ্যে শোকের মাতম। দুপুর ১২টায় গভীর মমতায় মরদেহ খুদিয়াখালী শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আনা হয়। সেখানে শোক জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত হন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী গিরিধারী লাল মোদী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুসহ জেলার বিশিষ্ট অনেক রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলা ২টার দিকে সৎকার সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মুন্সিগঞ্জের শিল্পপতি শ্যামসুন্দর আগরওয়ালা জানান, তার ছোট ভাই চন্দ্র কুমার আগরওয়ালার চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য রয়েছে। সে অসুস্থতা বোধ করলে চিকিৎসার জন্য কোলকাতা যায়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে হায়দ্রাবাদে যায়। সেখানেই আকস্মিক মৃত্যু হয় তার।