চুয়াডাঙ্গায় ফলদ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

চিরসবুজের দেশ গড়তে বৃক্ষরোপণ অভিযান অব্যাহত রাখতে হবে

 

স্টাফ রিপোর্টার: ‘পাহাড় সমতল উপকূলে গাছ লাগাই সবাই মিলে, ‘দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবে দেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ফলদ বৃক্ষরোপণ পক্ষ বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা উপলক্ষে ৱ্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন, কৃষি ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৱ্যালি শেষে ফলদ বৃক্ষরোপণ পক্ষ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে, জেলা সামাজিক বনায়ন জোনের সহকারী বনসংরক্ষক রফিকুল ইসলাম খাঁন ও সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।

                প্রধান অতিথি বলেন, বাংলাদেশের চাহিদা অনুযায়ী ২৫ ভাগ বনায়নের মধ্যে ১৭ ভাগ বিদ্যমান। আমাদের জীবনের প্রয়োজনীয় উপাদান অক্সিজেন গাছ থেকে পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণে গাছের চারা রোপণ করতে হবে। আমাদের দেশে দিন দিন চাষের জমির পরিমাণ কমে যাচ্ছে। চাষের জমির ওপর তৈরি হচ্ছে দালানকোঠা। এভাবে চাষের জমির পরিমাণ কমতে থাকলে দেশে খাদ্যাভাব দেখা দেবে। কারণ আমাদের দেশ কৃষির ওপর নির্ভরশীল। তাই আমাদের চাষের জমি সংরক্ষণ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জেসমিন নাহার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে ফিতে কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন।