ইবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

 

ইবি প্রতিনিধি: সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠীরা। সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, আনিচুর রহমান আনিচ, সাজ্জাদ, আতাউর রহমান, নোমান, আরাফাত, সিথুনসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পতাকা মিছিল শেষে দলীয় টেন্টে অনুষ্ঠিত এক সমাবেশে ছাত্রলীগ নেতারা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদ করেন এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।