ইবি ছাত্রদল সাধারণ সম্পাদকের আদালতে আত্মসমর্পণ

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সোমবার দুপুরে ছাত্রদল সাধারণ সম্পাদক রাশেদসহ আরও স্থানীয় বিএনপি-ছাত্রদলের ৪ নেতাকর্মী কুষ্টিয়া জেলা জজকোর্টে আত্মসমর্পণ করেন।

কুষ্টিয়া জেলা কারাগারের কারা পরিদর্শক এনামুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদল সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ স্থানীয় আরও চারজন বিএনপি-ছাত্রদল নেতা কুষ্টিয়া জেলা জজকোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বর্তমানে তারা কারগারে রয়েছেন। আত্মসমর্পণকারী অপর চারজন বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা হলেন- কুষ্টিয়া শান্তিডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন মিলন, কুষ্টিয়া লক্ষ্মীপুর পশ্চিম আবদালপুর ইউনিয়ন বিএনপি নেতা কামাল, স্থানীয় ছাত্রদল নেতা হারুন ও নাজমুল।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি পোড়ানোসহ আটটি মামলা রয়েছে। তিনি ৫টি মামলায় জামিনে ছিলেন। গতকাল সোমবার অপর তিনটি মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a comment