দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আবের গভীর দুঃখপ্রকাশ

মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তবে অতীতের এ ভুলের জন্য ভবিষ্যত প্রজন্ম নতুন করে আর কোনো দুঃখপ্রকাশ করতে বা ক্ষমা চাইতে বাধ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে শিনজো আবে একথা বলেন। তিনি বলেন, জাপানের আগের সরকারগুলো যে দুঃখপ্রকাশ করেছে তাই তিনি বজায় রেখেছেন। আগের সে ধারা বজায় রেখে সতর্কপথে চলেছেন তিনি। কিন্তু এ নিয়ে ভবিষ্যত প্রজন্মের আর অন্তহীনভাবে ক্ষমা চেয়ে যাওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতা এখনো তাড়া করে ফিরছে চীন এবং দক্ষিণ কোরিয়াকে। যুদ্ধকালে জাপানের বর্বর দখলদারিত্বে সবচেয়ে বেশি ভুগেছে এ দেশ দুটি। জাপান তাদের কৃতকর্মের জন্য কখনো পুরোপুরি প্রায়শ্চিত্ত করেনি বলে অভিযোগ করেছে চীন এবং দক্ষিণ কোরিয়া। যুদ্ধের সময় জাপান নিরীহ মানুষের চরম ক্ষতি এবং দুর্ভোগের কারণ হয়েছে- একথা স্বীকার করে নিয়ে আবে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বীভৎসতা নিয়ে গভীরভাবে চিন্তা করলে তিনি নির্বাক হয়ে যান। তার হৃদয় দুঃভারাক্রান্ত হয়।