চীনের ভয়ঙ্কর সেই বিস্ফোরণের ভিডিও

মাথাভাঙ্গা মনিটর: চীনের বন্দর শহর তিয়ানজিনে রাসায়নিকের গুদামে ভয়ঙ্কর জোড়া বিস্ফোরণের দৃশ্য মোবাইলফোনে ধারণ করেছেন একজন প্রত্যক্ষদর্শী। ড্যান ভ্যান ডুরেন নামের এক মার্কিন নাগরিকের ধারণ করা ওই ভিডিও প্রকাশ করেছে একটি বার্তা সংস্থা। গত বুধবার গভীর রাতে ওই বিস্ফোরণে ঘটনায় অন্তত ৫০ জন নিহত হন, আহত হন সাতশরও বেশি মানুষ। আরও কয়েকজনের সাথে ডুরেন ৩৩ তলা একটি ভবনের ওপরে উঠেছিলেন উল্কাপাত দেখতে। কিন্তু শেষ পর্যন্ত তিনি যা দেখেছেন, তার ভাষায় তা, নিজের চোখে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ দেখার মতো। ওই বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বন্দরে খালাসের পর রাখা কয়েক হাজার নতুন গাড়ি পুড়ে কয়লা হয়ে যায়। টার্মিনাল থেকে পণ্যবোঝাই কনটেইনার ম্যাচ বাক্সের মতো ছিটকে পড়ে দূরে। চোখের সামনে এক কিলোমিটারের মতো দূরে বন্দরের কাছে হঠাৎ বিস্ফোরণ ও আগুন জ্বলে উঠতে দেখার পর ড্যান ভ্যান ডুরেন ও তার বান্ধবীর কণ্ঠে ছিলো বিস্ময়ধ্বনি। কি হচ্ছে বুঝতে না পেরে হাসছিলেন তারা। কিন্তু আগুনের লেলিহান শিখা আকাশের দিকে ছুটতে দেখে বান্ধবী জানতে চান, তাদের বিপদ হতে পারে কি-না। ভিডিওতে ডুরেনকে বলতে শোনা যায়, ইয়াহহ..। এর ঠিক পরপরই দ্বিতীয় বিস্ফোরণে তাদের চোখের সামনে ফেটে পড়ে রাতের আকাশ। ডুরেন ও তার বান্ধবীর কণ্ঠে তখন আতঙ্ক।