মাথাভাঙ্গা মনিটর: ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর বিরুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ইরবিল শহরের কাছে আইএস’র হামলার পর কুর্দি বাহিনীর সদস্যরা শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভুগেছিলেন বলে জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন। এক্ষেত্রে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা জানাননি ওই কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ধারণা আইএস মাস্টার্ড এজেন্ট ব্যবহার করেছে। এর আগেও আইএস’র বিরুদ্ধে কুর্দি যোদ্ধাদের ওপর ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছিলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী সিরিয়া থেকে আইএস’র কাছে মাস্টার্ড এজেন্ট এসে থাকতে পারে। সিরীয় সরকার ইতঃপূর্বে জানিয়েছিলো, এ ধরনের সব রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও কুর্দি ও ইরানের বিরুদ্ধে মাস্টার্ড এজেন্টের মতো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিলেন। রাসায়নিক অস্ত্র মাস্টার্ড এজেন্ট ব্যবহার করলে আক্রান্ত ব্যক্তির শরীরের চামড়া, চোখ ও শ্বাসনালীতে তীব্র জ্বলুনির সৃষ্টি হয়।